

প্রার্থীদের সাথে সাক্ষাৎ
এই গাইডে থাকা প্রোফাইল ও ছবিগুলো প্রার্থী কর্তৃক CFB-এর কাছে জমা দেওয়া হয়েছে, তাঁরা সকলেই ঘোষণা দিয়েছেন যে, তাদের জানামতে এই প্রদত্ত তথ্যগুলি সঠিক। প্রার্থীর বিবৃতিতে যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে CFB সেগুলোর প্রতিনিধিত্ব করে না।
কোনো প্রার্থী যদি NYC ক্যাম্পেইন ফাইন্যান্স প্রোগ্রাম -এ অংশগ্রহণ করেন তবে এই ব্যাজটি প্রদর্শিত হবে।
কনজার্ভেটিভ
ডেমোক্রেটিক
রিপাবলিকান