

পাবলিক এডভোকেট
সিটি গভর্নমেন্টে জনগণের প্রতিনিধি হিসাবে পাবলিক এডভোকেট সিটির সেবাগুলোর বিষয়ে অভিযোগ তদন্ত এবং সুপারিশ করতে পারেন, নিউ ইয়র্কবাসি তাদেরকে রক্ষার্থে তথ্যাদি (যেমন ওয়ার্স্ট ল্যান্ডলর্ড ওয়াচলিস্ট)দিতে পারেন এবং বিলগুলো উপস্থাপন ও কো-স্পন্সর করেন । মেয়র যদি অনুপস্থিত থাকেন বা তার দায়িত্ব পালনে ব্যর্থ হন তবে পাবলিক এডভোকেট ভারপ্রাপ্ত মেয়র হিসাবে কাজ করবেন ।
Loading...