সিটিব্যাপী ভোটারগণ ব্যালটের পাঁচটি প্রশ্ন যেগুলিতে সিটি চার্টারে পরিবর্তনের প্রস্তাবনা দেওয়া আছে সেগুলো থেকে সিদ্ধান্ত নিবেন এবং 2021 সালের শেষের দিকে পাবলিক এডভোকেট পদের জন্য একজন প্রার্থী নির্বাচন করবেন। ব্রুকলিনের সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 45 (ফ্ল্যাটবুশ, পূর্ব ফ্ল্যাটবুশ, ফ্ল্যাটল্যান্ডস, মিডউড এবং ক্যানারসি) এর ভোটারগণও সিটি কাউন্সিল সদস্য পদ পূরণ করার জন্য একজন প্রার্থী নির্বাচন করবেন। কুইন্সের ভোটারগণ কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করার জন্য একজন প্রার্থী নির্বাচন করবেন। আপনার ব্যালটে থাকতে পারে একজন অন্যান্য প্রতিযোগিতাকজন প্রার্থী নির্বাচন করবেন। সম্পর্কে জানতে voting.nyc ওয়েবসাইট-এ যাচাই করে নিশ্চিত করুন।

 

আপনার ব্যালটের একটি নমুনা পেতে এখানে ক্লিক করুন।

 

ভুলবেন না:

 

  • আপনি এখন অগ্রিম ভোট দিতে পারেন! এ সম্পর্কে আরও জানতে নিচে দেখুন।
  • ব্যালট প্রশ্নসমূহ এবং আপনার ব্যালটে যেকোনো অন্যান্য প্রতিযোগিতায় ভোট প্রদান করতে আপনার ব্যালটের উভয় দিক দেখুন।

কমিউনিটি, নেইবারহুড ও সিটিতে প্রভাব ফেলার জন্য এটি আপনার একটি সুযোগ। সকলে ভোট প্রদান করলে, আমাদের সিটি আরও শক্তিশালী হয়!

 

আর কোনো নির্বাচন কখনও মিস করবেন না! গুরুত্বপূর্ণ নির্বাচনের তারিখ ও সময়সীমা সম্পর্কে টেক্সট অ্যালার্ট পেতে NYCVOTES লিখে 1 917-979-6377 নম্বরে টেক্সট করুন, বা আমাদের কাছ থেকে ইমেল অ্যালার্ট পেতে এখানে সাইন আপ করুন। Twitter Instagram Facebook-তে NYC Votes অনুসরণ করতে ভুলবেন না!

 

অগ্রিম ভোট প্রদান

 

26 অক্টোবর, শনিবার থেকে শুরু করে 3 নভেম্বর, রবিবার পর্যন্ত আপনি আপনার বরোর মধ্যে নির্ধারিত কেন্দ্রে আপনার ভোট প্রদান করতে পারবেন।

 

আপনার অগ্রিম ভোট প্রদানের ভোট কেন্দ্র BOE কর্তৃক নির্ধারিত হবে এবং নির্বাচনের দিনে আপনি যেই কেন্দ্রে ভোট প্রদান করে থাকেন, এটি তা থেকে ভিন্ন হতে পারে। আপনার অগ্রিম ভোট প্রদানের কেন্দ্রটির অবস্থান জানতে voting.nyc ভিজিট করুন।

 

ভোট কেন্দ্রের অবস্থান সমূহ পরিবর্তন যোগ্য, তাই যাবার পূর্বে চেক করে নিশ্চিত হয়ে নিন।

অগ্রিম ভোট প্রদানের সময়সূচি

শনিবার, 26 অক্টোবর

সকাল 10:00 থেকে বিকেল 4:00

রবিবার, 27 অক্টোবর

সকাল 10:00 থেকে বিকেল 4:00

সোমবার, 28 অক্টোবর

সকাল 9:00 থেকে বিকেল 5:00

মঙ্গলবার, 29 অক্টোবর

সকাল 7:00 থেকে সন্ধ্যা 8:00

বুধবার, 30 অক্টোবর

সকাল 9:00 থেকে বিকেল 5:00

বৃহস্পতিবার, 31 অক্টোবর

সকাল 9:00 থেকে বিকেল 5:00

শুক্রবার, 1 নভেম্বর

সকাল 7:00 থেকে রাত 8:00

শনিবার, 2 নভেম্বর

সকাল 10:00 থেকে বিকেল 4:00

রবিবার, 3 নভেম্বর

সকাল 10:00 থেকে বিকেল 4:00

অক্টোবর 11
সাধারণ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করার শেষ দিন (মেইলের মাধ্যমে) (অবশ্যই 16 অক্টোবরের মধ্যে সিটি BOE কর্তৃক গৃহীত হতে হবে)
সাধারণ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করার (স্বশরীরে) শেষ দিন
অক্টোবর 26
অগ্রিম ভোট প্রদান শুরু হবে
অক্টোবর 29
অনুপস্থিতি ব্যালটে পোস্টমার্ক লাগিয়ে আবেদন পাঠানোর শেষ তারিখ
* আপনি যদি নির্বাচনের দিন (5 নভেম্বর) তারিখে আপনার পোল সাইটে যেতে না পারেন তাহলে আপনি অনুপস্থিত ব্যালট আবেদন করার অধিকারী।
নভেম্বর 3
অগ্রিম ভোটদান শেষ হবে
নভেম্বর 4
সাধারণ নির্বাচনে ভোট দিতে নিবন্ধন করার (স্বশরীরে) শেষ দিন
অনুপস্থিতি ব্যালটে পোস্টমার্ক লাগানোর শেষ তারিখ (অবশ্যই 12 নভেম্বর তারিখের মধ্যে সিটি BOE দ্বারা গৃহীত হতে হবে)
নভেম্বর 5
BOE এর কাছে অনুপস্থিতি ব্যালট (স্বশরীরে) পৌঁছানোর শেষ দিন
সাধারণ নির্বাচনের দিন

 

বিতর্ক কর্মসূচি

 

CFB মিডিয়া, শিক্ষাবিদ ও নাগরিক সংস্থাসমূহের সাথে সহযোগিতার ভিত্তিতে বিতর্ক কর্মসূচির আয়োজন করে যা নিউ ইয়র্কের অধিবাসীদেরকে পুরো সিটির প্রার্থীরা যখন সিটির সম্মুখে গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করেন তখন তাদেরকে পাশাপাশি রেখে তুলনা করার সুযোগ দেয়।


সমগ্র সিটি অফিসের যেসকল প্রার্থী ক্যাম্পেইন ফিন্যান্স প্রোগ্রামে অংশগ্রহণ করছেন যারা সবাই ব্যালটে রয়েছেন এবং যারা অর্থনৈতিক সূত্রপাতসহ পূর্বে নির্ধারিত নিরপেক্ষ মানদণ্ডসমূহ পূরণ করেছেন, তাঁদের বিতর্ক কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন। একই নির্দলীয় মানদণ্ড পূরণ করা সাপেক্ষে যেসব প্রার্থীগণ ম্যাচিং ফান্ডস প্রোগ্রামে অংশগ্রহণ করবেন না, তাদেরকেও বিতর্কে যোগদানের জন্য আমন্ত্রণ করা হতে পারে।


এখানে পাবলিক এডভোকেট নিয়ে বিতর্ক সম্পর্কে আরও জানুন

 

পাবলিক এডভোকেটের অফিস

 

পাবলিক এডভোকেট হলো নিউ ইয়র্ক সিটির দ্বিতীয় সর্বোচ্চ র্যঙ্কিং-এর নির্বাচিত কর্মকর্তা এবং মেয়র অনুপস্থিত থাকলে বা  তাঁদের উপর অর্পিত দায়িত্ব পালনে অপারগ হলে,  তাঁরা সেই দায়িত্ব পালন করবেন। সিটি সরকারের জনগণের আইনগত প্রতিনিধি হওয়ার কারণে, পাবলিক এডভোকেটের  অভিযোগ তদন্ত করার এবং সিটি এজেন্সি ও পরিষেবাসমূহ সম্পর্কে সুপারিশমালা প্রণয়নের, নিউ ইয়র্কবাসী নিজেদেরকে সুরক্ষিত করার জন্য তথ্য প্রদানের এবং বিল প্রণয়ন বা কো-স্পন্সর করার ক্ষমতা রয়েছে।

 

সিটি কাউন্সিল সদস্যের অফিস

 

সিটি কাউন্সিল নিউ ইয়র্ক সিটির সরকারের আইনী, বা আইন প্রণয়নকারী শাখা। সিটি কাউন্সিল স্থানীয় আইন পাস করা, ভূমি ব্যবহার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া, সিটির সংস্থার তত্ত্বাবধানে এবং সিটির বাজেট অনুমোদন করার জন্য দ্বায়বদ্ধ। প্রতিটি কাউন্সিল সদস্য 51টি নিউ ইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্টের মধ্যে কোন একটির প্রতিনিধিত্ব করে।

 

ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস

 

ডিস্ট্রিক্ট অ্যাটর্নিগণ তাদের কাউন্টির জন্য প্রধান প্রসিকিউটর হয়ে থাকেন। তারা ফৌজদারি বিচার নীতিমালা নির্ধারণ করার জন্য এবং ফৌজদারি আদালতের মামলাগুলি অবলম্বন করার জন্য দ্বায়বদ্ধ।

 

ভোটার গাইড বিষয়ে তথ্য

 

নির্বাচনে নিউ ইয়র্কবাসীদের অবহিত হয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করার


জন্য এই ভোটার গাইডটি নিউ ইয়র্ক সিটি ক্যাম্পেইন ফাইন্যান্স বোর্ড (CFB) কর্তৃক প্রণীত হয়েছে। মেয়র, পাবলিক অ্যাডভোকেট, কম্পট্রোলার, বরো সভাপতি বা সিটি কাউন্সিলের সদস্য এবং সিটি বা স্টেট ব্যালট প্রস্তাবনার নির্বাচনের জন্য, নিউ ইয়র্কের প্রতি নিবন্ধিত ভোটারের জন্য CFB একটি নির্দেশিকা প্রস্তুত করে (ইংরেজি ও স্প্যানিশ ভাষাতে সমগ্র শহরের জন্য এবং নির্দিষ্ট এলাকার জন্য চাইনিজ, কোরিয়ান ও বাংলা ভাষায়) এবং ডাকযোগে পাঠিয়ে দেয়। একই ভাষায় প্রতিটি নির্বাচনের জন্য আমরা একটি অনলাইন নির্দেশিকা তৈরি করে থাকি।


এই গাইডে থাকা প্রোফাইল ও ছবিগুলো প্রার্থী কর্তৃক CFB-এর কাছে জমা দেওয়া হয়েছে, যাদের মধ্যে সকলেই ঘোষণা দিয়েছেন যে, তাঁদের জানামতে প্রদত্ত তথ্য সঠিক। প্রার্থীর বিবৃতিতে যে দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে তা CFB-কে প্রতিনিধিত্ব করে না।

 

কোনো প্রার্থী যদি NYC ক্যাম্পেইন ফাইন্যান্স প্রোগ্রামে অংশগ্রহণ করেন তবে এই ব্যাজটি প্রদর্শিত হবে।